১৪৩২ সালের পঞ্জিকা বিবাহ তারিখ ও লগ্ন
আমরা অনেকেই ১৪৩২ সালের পঞ্জিকা বিবাহ তারিখ ও লগ্ন অনুসন্ধান করে থাকি। কিন্তু সঠিক ও সম্পন্ন তথ্য পাই না তাদের জন্য আজকের এই পোস্ট। যার মাধ্যমে আপনি পঞ্জিকা থেকে বিবাহ তারিখ ও লগ্ন খুঁজে পাবেন।
বৈশাখের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
বৈশাখ মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
তাছাড়া আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন। তাই তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। চলুন জেনে নেওয়া যাক বৈশাখ মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে -
| দিন/তারিখ | তিথি | নক্ষত্র | সময় |
|---|---|---|---|
| ১৬ এপ্রিল, বুধবার | চতুর্থী | অনুরাধা | রাত ১২টা ১৪ মিনিট থেকে সকাল ৫টা৫৪ মিনিট পর্যন্ত। |
| ১৮ এপ্রিল, শুক্রবার | ষষ্ঠী | মুল | রাত ১টা ৩মিনিট থেকে সকাল ৬টা ৬মিনিট পর্যন্ত |
| ১৯ এপ্রিল, শনিবার | ষষ্ঠী | মুল | সকাল ৬টা ৬মিনিট থেকে আগামী সকাল ১০টা ২০ মিনিট পর্যন্ত। |
| ২০ এপ্রিল, রবিবার | সপ্তমী | উত্তরাষাঢ় | সকাল ১১টা ৪৮মিনিট থেকে আগামী সকাল ৬টা ৪মিনিট পর্যন্ত। |
| ২১ এপ্রিল, সোমবার | অষ্টমী | উত্তরাষাঢ় | সকাল ৬টা ৪মিনিট থেকে দুপুর ১২টা ৩৬ মিনিট পর্যন্ত। |
| ২৯ এপ্রিল, মঙ্গলবার | তৃতীয়া | রোহিণী | সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট থেকে সকাল ৫টা ৫৮ মিনিট পর্যন্ত। |
| ৩০ এপ্রিল, বুধবার | তৃতীয়া | রোহিণী | সকাল ৫টা ৫৮ মিনিট থেকে দুপুর ১২ টা ১মিনিট পর্যন্ত। |
| ৫ মে, সোমবার | নবমী | মাঘ | রাত ৮:২৮ থেকে সকাল ৫:৫৪ মিনিট পর্যন্ত। |
| ৬ মে, মঙ্গলবার | নবমী | মাঘ | সকাল ৫:৫৪ থেকে বিকাল ৩:৫১ পর্যন্ত। |
| ৮ মে, বৃহস্পতিবার | দ্বাদশী | উত্তরফাল্গুনী | দুপুর ১২:২৮ মিনিট থেকে সকাল ৫:৫২ মিনিট পর্যন্ত। |
| ৯ মে, শুক্রবার | দ্বাদশী | হস্ত | সকাল ৫:৫২ মিনিট থেকে রাত ১২:৮ মিনিট পর্যন্ত |
| ১৪ মে বুধবার | দ্বিতীয়া | অনুরাধা | সকাল ৬:৩৪ মিনিট থেকে সকাল ১১:৪৬ মিনিট পর্যন্ত |
জৈষ্ঠ্যমাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
জৈষ্ঠ্য মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন। তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে।তাহলে চলুন জেনে নেওয়া যাক জৈষ্ঠ্য মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে -
| তারিখ / বার | নক্ষত্র | তিথি | সময় |
|---|---|---|---|
| ১৬ মে, শুক্রবার | মূল | চতুর্থী | সকাল ৫:৪৯ থেকে সন্ধ্যা ৪:৭ পর্যন্ত। |
| ১৭ মে, শনিবার | উত্তরাষাঢ় | সন্ধ্যা ৫:৪৩ মিনিট থেকে সকাল ৫:৪৮ মিনিট পর্যন্ত | |
| ১৮ মে, রবিবার | ষষ্ঠী পঞ্চমী | সন্ধ্যা ৫:৪৮ মিনিট থেকে সন্ধ্যা ৬:৫২ মিনিট পর্যন্ত। | |
| ২২ মে, বৃহস্পতিবার | উত্তরভাদ্রপদ | একাদশী | রাত ১:১১ মিনিট থেকে সকাল ৫:৪৬ মিনিট পর্যন্ত। |
| ২৩ মে, শুক্রবার | একাদশী | সন্ধ্যা ৬:৪৪ থেকে সকাল ৫:৪৫ | |
| ২৭ মে, মঙ্গলবার | রোহিণী মৃগশীর্ষ | প্রতিপদা | সকাল ৫:৪৫ থেকে সন্ধ্যা ৭:৮ মিনিট পর্যন্ত |
| ২৮ মে, বুধবার | মৃগশীর্ষ | দ্বিতীয়া | সন্ধ্যা ৫:৪৩ মিনিট থেকে সকাল ৫:৪৮ মিনিট পর্যন্ত |
| ২ জুন, সোমবার | মাঘ | সপ্তমী | সকাল ৮:২০ মিনিট থেকে রাত ৮:৩৪ মিনিট পর্যন্ত। |
| ৩ জুন, মঙ্গলবার | উত্তরাফাল্গুনী | নবমী | রাত ১২:৫৮ মিনিট থেকে সকাল ৫:৪৪ মিনিট পর্যন্ত। |
| ৪ জুন, বুধবার | নবমী | সকাল ৫:৪৪ মিনিট থেকে সকাল ৫:৪৪ মিনিট পর্যন্ত |
আষাঢ় মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
আষাঢ় মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন। তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। চলুন জেনে নেওয়া যাক আষাঢ় মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে -
শ্রাবণ মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
শ্রাবণ মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক শ্রাবণ মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে -
ভাদ্র মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
ভাদ্র মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ভাদ্র মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
আশ্বিন মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
আশ্বিন মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক আশ্বিন মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
কার্তিক মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
কার্তিক মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কার্তিক মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
| দিন/তারিখ | নক্ষত্র | তিথি | সময় / লগ্ন |
|---|---|---|---|
| ২ নভেম্বর, রবিবার | উভরভাদ্রপদ | দ্বাদশী | রাত ১১:১০ মিনিট থেকে সকাল ৬:৩৬ মিনিট পর্যন্ত |
| ৩ নভেম্বর, সোমবার | এয়োদশী | সকাল ৬:৩৬ মিনিট থেকে সকাল ৬:৩৭ মিনিট পর্যন্ত | |
| ৮ নভেম্বর, শনিবার | মৃগশীর্ষ | চতুর্থী | সকাল ৭:৩১ মিনিট থেকে রাত ১০:০১ মিনিট পর্যন্ত |
| ১২ নভেম্বর, বুধবার | মাঘ | নবমী | রাত ১২:৫০ মিনিট থেকে সকাল ৬:৪৩ মিনিট |
অগ্রাহণ মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
অগ্রাহন মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক কার্তিক মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
| দিন/তারিখ | নক্ষত্র | তিথি | সময় / লগ্ন |
|---|---|---|---|
| ১৬ নভেম্বর, রবিবার | হস্ত | দ্বাদশী | সকাল ৬:৪৫ মিনিট থেকে রাত ২:১০ মিনিট |
| ২২ নভেম্বর, শনিবার | মূল | তৃতীয়া | রাত ১১:২৬ মিনিট থেকে থেকে সকাল ৬:৪৯ মিনিট |
| ২৩ নভেম্বর, রবিবার | মূল | সকাল ৬:৪৯ মিনিট থেকে দুপুর ১২:০৮ মিনিট | |
| ২৫ নভেম্বর, মঙ্গলবার | দুপুর ১২:৪৯ মিনিট থেকে রাত ১১:৫৭ মিনিট | ||
| ৪ ডিসেম্বর, বৃহস্পতিবার | রোহিণী | পূর্ণিমা | সন্ধ্যা ৬:৪০ মিনিট সকাল ৭:০৩ মিনিট |
| ৫ ডিসেম্বর, শুক্রবার | রোহিণী | প্রতিপদা | সকাল ৭:০৩ মিনিট থেকে আগামী সকাল ৭:০৪ মিনিট |
| ৬ ডিসেম্বর, রবিবার | মৃগশীর্ষ | দ্বিতীয়া | সকাল ৭:০৪ মিনিট থেকে আগামী সকাল ৮:৪৮ মিনিট |
পৌষ মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
পৌষ মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক পৌষ মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
মাঘ মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
মাঘ মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক মাঘ মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
| তারিখ / দিন | নক্ষত্র | তিথি | সময় / লগ্ন |
|---|---|---|---|
| ১৭ জানুয়ারি, শুক্রবার | মঘা | চতুর্থী | সকাল ৭:১৪ মিনিট থেকে দুপুর ১২:৪৪ মিনিট |
| ১৮ জানুয়ারি, শনিবার | উত্তরা ফাল্গুনী | পঞ্চমী | দুপুর ১২:৫১ মিনিট থেকে রাত ১:১৬ মিনিট |
| ১৯ জানুয়ারি, রবিবার | হস্ত | ষষ্ঠী | রাত ১:৩৬ মিনিট থেকে রাত ৩:৪৯ মিনিট |
| ২১ জানুয়ারি, মঙ্গলবার | স্বাতী | অষ্টমী | সন্ধ্যা ৭:২৪ মিনিট থেকে সন্ধ্যা ৭:০৭ মিনিট |
| ২৪ জানুয়ারি, শুক্রবার | অনুরাধা | একাদশী | সকাল ৯:১৩ মিনিট থেকে সকাল ৭:০৯ মিনিট |
| ২ ফেব্রুয়ারি, রবিবার | উত্তরভাদ্রপদ ও রেবতী | পঞ্চমী | |
| ৩ ফেব্রুয়ারি, সোমবার | রেবতী | ষষ্ঠী | সকাল ৭:০৯ মিনিট থেকে সন্ধ্যা ৫:৪০ মিনিট |
| ১২ ফেব্রুয়ারি, শুক্রবার | মাঘ | প্রতিপদা | রাত ১:৫৮ মিনিট থেকে সকাল ৭:০৪ মিনিট |
| ১৪ ফেব্রুয়ারি, শুক্রবার | উত্তরা ফাল্গুনী | তৃতীয়া | রাত ১১:০৯ মিনিট থেকে সকাল ৭:০৩ মিনিট |
ফাল্গুন মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
ফাল্গুন মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক ফাল্গুন মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
| তারিখ /বার | নক্ষত্র | তিথি | সময় / লগ্ন |
|---|---|---|---|
| ১৫ ফেব্রুয়ারি, শনিবার | উত্তরা ফাল্গুনী | চতুর্থী | রাত ১১:৫১ মিনিট থেকে সকাল ৭:০২ মিনিট |
| ১৮ ফেব্রুয়ারি, মঙ্গলবার | স্বাতী | ষষ্ঠী | সকাল ৯:৫২ মিনিট থেকে আগামী সকাল ৭ টা |
| ২৩ ফেব্রুয়ারি, রবিবার | মূল | একাদশী | দুপুর ১:৫৫ মিনিট সন্ধ্যা ৬:৪২ মিনিট |
| ২৫ ফেব্রুয়ারি, মঙ্গলবার | উত্তরাষাঢ় | দ্বাদশী | সকাল ৮:১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট |
| ১ মার্চ, শনিবার | উত্তরভাদ্রপদ | দ্বিতীয়া | সকাল ১১:২২ মিনিট থেকে আগামী সকাল ৭:৫১ মিনিট |
| ২ মার্চ, রবিবার | রোহণী | তৃতীয়া | সকাল ৬:৫১ মিনিট থেকে রাত ১:১৩ মিনিট |
| ৫ মার্চ, রবিবার | রোহণী | সপ্তমী | রাত ১:০৮ মিনিট থেকে সকাল ৬:৪৭ মিনিট |
| ৬ মার্চ, বৃহস্পতিবার | রোহণী | সপ্তমী | সকাল ৬:৪৭ মিনিট থেকে সকাল ১০:৫০ মিনিট |
| ৭ মার্চ, শুক্রবার | মৃগশীর্ষ | অষ্টমী | সকাল ৮:৪২ মিনিট থেকে আগামী সকাল ৪:০৫ মিনিট |
| ১২ মার্চ বুধবার | মাঘ | চতুর্দশী | |
চৈত্র মাসের জন্য বিবাহ তারিখ ও লগ্ন ১৪৩২
চৈত্র মাসের বিয়ের তারিখ ১৪৩২ সম্পর্কে জানতে চান তাহলে নিচের অংশটি মনোযোগ সহকারে পড়ুন। এখানো আমাদের হিন্দু ভাইয়েরা বিভিন্ন কাজ করার আগে শুভ তারিখ এবং বাংলা পঞ্জিকা দেখে করে থাকেন।
আমাদের দেশের বিভিন্ন গ্রামগঞ্জে এখন পর্যন্ত তারা শুভ-অশুভ সময় দেখে বিভিন্ন ধরনের ভালো কাজ করার চেষ্টা করেন। সেই থেকেই বিয়ের জন্য তারা শুভ দিন এবং শুভ সময় খোঁজেন।তাদের জন্য এই আর্টিকেলটি সাজানো রয়েছে। তাহলে চলুন জেনে নেওয়া যাক চৈত্র মাসের বিয়ে তারিখ ১৪৩২ সম্পর্কে
মার্চ-এপ্রিল হচ্ছে চৈত্র মাস।
জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৫ সালের বিয়ের লগ্ন
যুগ পরিবর্তন হলেও আজকের এই আধুনিক যুগে বিয়ের মতো গুরুত্বপূর্ণ ও শুভ কাজে দিনক্ষণ, তিথি নক্ষত্র, শুভ মুহূর্ত দেখে বিয়ের দিন ঠিক করতে হয়। তাই চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিয়ের শুভ সময় কবে পড়েছে।
ফেব্রুয়ারি : নতুন বছরের ফেব্রুয়ারি মাসে ২,৩,৬,৭,১২,১৩,১৪,১৫,১৮,১৯,২১,২৩,২৫ এই দিনগুলো বিয়ের তারিখ হিসেবে শুভ।
মার্চ : নতুন বছরের মার্চ মাসের ১,২,৬,৭ এবং ১২ এই দিনগুলো বিয়ের তারিখ হিসেবে শুভ।
এপ্রিল : নতুন বছরের এপ্রিল মাসের ১৪,১৬,১৮,১৯,২০,২১,২৫,২৯,৩০ এই দিনগুলো বিয়ের তারিখ হিসেবে শুভ।
মে : নতুন বছরের মে মাসের ১,৫,৬,৮,১০,১৪,১৫,১৬,১৭,১৮,২২,২৪,২৭ এবং ২৭ এই দিনগুলো বিয়ের তারিখ হিসেবে শুভ।
জুন : নতুন বছরের জুন মাসের ২,৪,৫,৭ এবং ৮ এই দিনগুলো বিয়ের তারিখ হিসেবে শুভ।
নভেম্বর : নতুন বছরের নভেম্বর মাসের ২,৩,৫,৬,৮,১২,১৩,১৬,১৭,১৮,২১,২২,২৩,২৫ এবং ৩০ এই দিনগুলো বিয়ের তারিখ হিসেবে শুভ।
ডিসেম্বর : নতুন বছরের ডিসেম্বর মাসের ৪,৫,৬ এই দিনগুলো বিয়ের তারিখ হিসেবে শুভ।
লেখকের মন্তব্য
১৪৩২ সালের পঞ্জিকা বিবাহ তারিখ ও লগ্ন নিয়ে আজকের এই পোস্ট। যার মধ্যে আমরা বৈশাখ থেকে শুরু করে চৈত্র মাস পর্যন্ত সকল মাসের বিয়ের তারিখ ও লগ্ন নিয়ে আলোচনা করেছি।
আমাদের আজকের আলোচনা ছাড়া কোন প্রশ্ন কিংবা মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের কমেন্টের সঠিক উত্তর দেওয়া চেষ্টা করব।



আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url